Wednesday, 30 May 2012

Poem: তোমাকে আমি যখন পাবার স্বপ্ন দেখিছিলাম


তোমাকে আমি যখন পাবার স্বপ্ন দেখিছিলাম...
আমার স্বপ্ন গুলো হয়ে গেল ফেরারি...
তুমি যখন আমার প্রয়োজন বোধ করেছ আমি তখন দুরের আকাশে রাত বেলার সঙ্গী....
আলো হবার আগেই আমি তোমার কাছে থেকে দূরে সরে যাবো...
আসুক তোমার জীবনে নতুন মানুষ...
আমাকে তুমি আর মনে রেখো না...
সুখে থাক ভালো থাক...
আমি মনে করব আমার হাতের রেখায় তুমি নেই...
হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না...
পরিশেষে তোমাকে বলতে চাই ধন্যবাদ আমার হৃদয় ভাঙ্গার জন্য...!!!!
 

Poem: সম্পর্কের শুরুতে অনেকেই আমারা

সম্পর্কের শুরুতে অনেকেই আমারা
ভালবাসা নিয়ে খেলা করি

কিন্তু

যখন আমরা সিরিয়াস হই তখন 
ভালবাসা আমাদের নিয়ে খেলা শুরু করে 

Poem: জীবন যেখানে যেমন


জীবন যেখানে যেমন
স্বপ্ন ভাঙ্গে,
কিন্তু মন ভাঙ্গে না।
মানুষ হারায়,
কিন্তু ভালবাসা হারায় না।
উত্থান পতন ঘটে,
কিন্তু জীবন থেমে যায় না।

যখন তুমি ছিলেন না, তখনও আমি ছিলাম,
তুমি এসে চলে গেছ,এখনও আমি আছি।
তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না,
তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও হবে না।

জীবন যেখানে রেখেছে যেমন,
আমিও সেখানেই আছি তেমন।
জীবন যেখানে রাখবে যেমন,
আমিও থাকব সেখানে তেমন।

জীবন তার নিজস্ব গতিতে চলে,
বেঁচে আছি,বেঁচে থাকতে হয় বলে।