Monday, 7 October 2013

Music: এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে

তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!

এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম
তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম !!

তাইতো এ মন তোমার প্রেমে
তাইতো এ মন তোমার প্রেমে মরন-সুখে মরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!

তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!

এতদিনে মনের আশা হলো যে পুরণ
তোমায় পেয়ে ধন্য হলো আমার এ জীবন!!

বন্ধু তোমার প্রেমের ছোয়ায়
বন্ধু তোমার প্রেমের ছোয়ায় মনটা আমার ভরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!

তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
আমাকে পাগল করেছে, আমাকে জাদু করেছে!!