Wednesday, 22 June 2011

Music: O amar bondhu go


ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার
তোমার জন্য গড়েছি মঞ্জিল ভালবাসা ।।

একসাথে রয়েছি দুজন
একই ডরে বাধা দুটি প্রাণ
ছিড়বে না কভু এই বাধন
আসলে আসুক তুফান ।।

তুমি আমারি বলব শতবার

ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার
তোমার জন্য গড়েছি মঞ্জিল ভালবাসা ।।

হাত দুটি ধরেছি তোমার
মানবনা কোনো বাধা আজ
শুনবনা কারো কথা যে আজ
মন্দ বলুক সমাজ।।

তুমি আমারি বলব শতবার

ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার
তোমার জন্য গড়েছি মঞ্জিল ভালবাসা ।।

No comments:

Post a Comment