Monday, 8 August 2011

Kobita: Ami khati debdas

আমি খাঁটি দেবদাস,
বাম হাতে হ্যরিকেন, ডানহাতে বাঁশ!
গরুর মতো খাচ্ছি ঘাস,
আমার কাছে তুই কি চাস?
মোরে বানাইলি তুরুপের তাস,
আমি কি তোর ক্রিতদাস?
এত সাহস কোথায় পাস?
তোর গোমর করবো ফাঁস!
আমার দুঃখে তোর পৌষ মাস!
আমারে রাইখা কই যাস?
পিটায়া তোরে করবো লাশ!
একবার শুধু কাছে আস
মারবো চড় ঠাস ঠাস
দাঁত খুজতে খালে যাস..
শালা মারব গালে
দাঁত পরবে গিয়া খালে...

No comments:

Post a Comment