Poem and Music (গান আর কবিতা )
Wednesday, 2 November 2011
Kobita: বলবো না পৃথিবীর সব সুখ
বলবো না পৃথিবীর সব সুখ
এনে দিবো তোমায় , শুধু তোমার সব দুঃখ
ভাগাভাগি করে দিয়ো আমায়।
বলবো না তোমায় কাঁদাবো না , শুধু
তোমার অশ্রুজল মুছে দেওয়ার সুযোগ
দিয়ো।
বলবো না তোমায়
ছেড়ে থাকতে পারবো না , শুধু তোমার
পাশে থেকে ভালবাসার সুযোগ দিয়ো।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment