নীল জোছনায় হাটবো দু'জন,
গায়ের মেঠো পথে......
জোনাক গুলো আলো জ্বেলে,
চলবে মোদের সাথে......
আলোয় আলোয় ভুবন মোদের,
সাঁজবে নতুন সাঁজে......
তুমি আমি বিলিন হবো,
দু'জন দু'জনার মাঝে......
Monday, 12 March 2012
Monday, 5 March 2012
Poem: যদি ভুল করে ভুলে যাওয়া যেত
যদি ভুল করে ভুলে যাওয়া যেত !!
তবে ভুলে যেতাম তোমায় ।।
যদি অভিমান করে দূরে যাওয়া যেত !!
তবে ছেড়ে যেতাম তোমায় ।।
যদি ইচ্ছের জোড়ে ঘৃনা করা যেত !!
তবে ঘৃনা করতাম তোমায় ।।
যদি চোখের জলে সব দুঃখ ধূয়ে যেত !!
তবে সাগর সৃষ্টি করতাম ।।
ইশঃ যদি একটু কাছে আসা যেত !!
তবে ভালবাসতে বাসতে কাছে আসতাম ।।
তবে ভুলে যেতাম তোমায় ।।
যদি অভিমান করে দূরে যাওয়া যেত !!
তবে ছেড়ে যেতাম তোমায় ।।
যদি ইচ্ছের জোড়ে ঘৃনা করা যেত !!
তবে ঘৃনা করতাম তোমায় ।।
যদি চোখের জলে সব দুঃখ ধূয়ে যেত !!
তবে সাগর সৃষ্টি করতাম ।।
ইশঃ যদি একটু কাছে আসা যেত !!
তবে ভালবাসতে বাসতে কাছে আসতাম ।।
Subscribe to:
Posts (Atom)