Monday, 12 March 2012

Poem: নীল জোছনায় হাটবো দু'জন

নীল জোছনায় হাটবো দু'জন,
গায়ের মেঠো পথে......
জোনাক গুলো আলো জ্বেলে, 
চলবে মোদের সাথে......
আলোয় আলোয় ভুবন মোদের,
সাঁজবে নতুন সাঁজে......
তুমি আমি বিলিন হবো,
দু'জন দু'জনার মাঝে......

No comments:

Post a Comment