যদি একবার দেখি তোমারে
সে চোখে আর দেখবে কারে
চোখের নাই কোন ধর্ম
নষ্ট করে আমারে
এই চোখ দুটো রাখব না
বেচে দেবো বাজারে ।
তোমায় পাওয়ার পরে
খুজব কারে মানুষের ভীড়ে
ভাল যদি হয় রে কপাল
কাটবে দিন চুপিসারে
তোমায় দেখার পরে
চোখ রাখব কি কারনে
হ্রদয় দিয়ে দেখবো চিরকাল
চোখের ধার কে ধারে
চোখের নাই কোন ধর্ম
নষ্ট করে আমারে
এই চোখ দুটো রাখব না
বেচে দেবো বাজারে ।
সে চোখে আর দেখবে কারে
চোখের নাই কোন ধর্ম
নষ্ট করে আমারে
এই চোখ দুটো রাখব না
বেচে দেবো বাজারে ।
তোমায় পাওয়ার পরে
খুজব কারে মানুষের ভীড়ে
ভাল যদি হয় রে কপাল
কাটবে দিন চুপিসারে
তোমায় দেখার পরে
চোখ রাখব কি কারনে
হ্রদয় দিয়ে দেখবো চিরকাল
চোখের ধার কে ধারে
চোখের নাই কোন ধর্ম
নষ্ট করে আমারে
এই চোখ দুটো রাখব না
বেচে দেবো বাজারে ।
No comments:
Post a Comment