Monday, 12 November 2012

Poem: শুধু একবার আদিত্য অনীক

যখন নিষ্পত্র সমান্তরাল ঠোঁট লজ্জার ঘষা খেয়ে লাল হয়ে ওঠে
উচ্ছে জাংলার ছায়ার নীচে ঘরবাঁধা খেলা একাএকা মাথা কুটে;
খোলাচুল আর কিশোরী হাসি যখন বিকেলের বৃষ্টিতে অগোছালো
তখন কাছে যাওয়া বড্ড বেশী হবে , দুরে দাঁড়িয়ে থাকাই ভালো৷
পুরনো স্মৃতি মন খারাপের উপাদান হয়ে বুকের গহনে নড়ে
আদিগন্ত ভুল করা মন অহেতুক জিজ্ঞাসায় মাথা কুটে মরে৷
আমার একহাত সুখ, দুই হাত ভালবাসা
বুকের মধ্যে পুষে রাখি আশা ৷ তোমার জন্য,
শুধু তোমার জন্য ঘাসফুলে ভরে গেছে একাকী অরণ্য৷
শুধু একবার ছোঁব ঐ চুল চিবুক, তারপর মরে যাবো-
মরে গিয়ে ঝিনুক হব সৈকতের বারবার
তোমার কুড়িয়ে পাবার ৷

No comments:

Post a Comment