ভালোবাসা পেলে সব লন্ডভন্ড করে চলে যাবো
যেদিকে দুচোখ যায়- যেতে তার খুশি লাগে খুব ।
ভালোবাসা পেলে আমি কেন পায়সান্ন খাবো
যা খায় গরিবে, তাই খাবো বহুদিন যত্ন করে ।
ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী
আবরণ খুলে ফেলে দৌড় ঝাঁপ করবো কড়া রোদে...
ভালোবাসা পেলে জানি সব হবে । না পেলে তোমায়
আমি কি বোবার মতো বসে থাকবো-
ভালোবাসা না পেলে কি আমার এমনি দিন যাবে
চোরের মতন, কিংবা হাহাকারে সোচ্চার , বিমনা--
আমি কি ভীষণ ভাবে তাকে চাই ভালোবাসা জানে।
চতুর্দশপদী কবিতাবলী - শক্তি চট্টোপাধ্যায়
Monday, 16 December 2013
Poem: স্বাধীনতা তুমি – শামসুর রাহমান
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
Monday, 7 October 2013
Music: এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!
এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম
তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম !!
তাইতো এ মন তোমার প্রেমে
তাইতো এ মন তোমার প্রেমে মরন-সুখে মরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!
তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এতদিনে মনের আশা হলো যে পুরণ
তোমায় পেয়ে ধন্য হলো আমার এ জীবন!!
বন্ধু তোমার প্রেমের ছোয়ায়
বন্ধু তোমার প্রেমের ছোয়ায় মনটা আমার ভরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!
তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
আমাকে পাগল করেছে, আমাকে জাদু করেছে!!
তোমরা কাওকে বলোনা!!
এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!
এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম
তুমি বিনা আমি একা প্রাণে মরিতাম !!
তাইতো এ মন তোমার প্রেমে
তাইতো এ মন তোমার প্রেমে মরন-সুখে মরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!
তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এতদিনে মনের আশা হলো যে পুরণ
তোমায় পেয়ে ধন্য হলো আমার এ জীবন!!
বন্ধু তোমার প্রেমের ছোয়ায়
বন্ধু তোমার প্রেমের ছোয়ায় মনটা আমার ভরেছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!
তোমরা কাওকে বলোনা!!
তোমরা কাওকে বলোনা!!
এইতো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে
আমাকে পাগল করেছে, আমাকে জাদু করেছে!!
Monday, 18 February 2013
Poem: শুধু তোমাকে একবার ছোঁব
শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
--- নির্মলেন্দু গুণ
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
--- নির্মলেন্দু গুণ
Thursday, 7 February 2013
Music: Amake Amar Moto Thakte Dao - Anupam Roy
(amake amar moto thakte dao
ami nijeke nijer moto guchiye niyechi) * 2
jeta chilona chilona sheta na pawai thak
shob pele noshto jibon
tomar ei duniyar jhapsa aloy
kichu shondher guro hawa kacher moto
jodi ure jete chao tobe ga bhashiye dao
durbine chokh rakhbona na na
na na na na
na na na na
ei jahaj mashtul chhar khar
tobu golpo likhchi bachbar
ami rakhte chaina ar tar
konno raat dupurer abdar
tai chesta korchi bar bar
santre par khojar
kokhono akash beye chup kore
jodi neme ashe bhalobasha khub bhore
chokh bhanga ghume tumi khujo na amay
ashe pashe ami ar nei
amar jonnyo alo jelo na keu
ami manusher shomudre gunechi dheu
ei station-er chottore hariye gechi
sesh train-e ghore firbona na na
na na na na
na na na na
ei jahaj mashtul chhar khar
tobu golpo likhchi bachbar
ami rakhte chaina ar tar
konno raat dupurer abdar
tai chesta korchi bar bar
santre par khojar
(na na na na na
na na na na na
na na na na na) * 2
hisheber bhire ami chai na chhute
joto sukhno peyah koli fridge er sheet-e
ami obelar dal bhaat-e furiye gechi
gelas er jol-e bhasbona na na
na na na na
na na na na
ei jahaj mashtul chharkhar
tobu golpo likhchi bachbar
ami rakhte chaina ar tar
kono raat dupur-er abdar
Music: Nilanjana - Nachiketa
লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষণ্ণ দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনোরঞ্জন
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
অমনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগণ এ প্রাণপণ
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষণ্ণ দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনোরঞ্জন
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
অমনের গভীরতা জানতে চায়
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাড়ায়
বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগণ এ প্রাণপণ
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
Tuesday, 22 January 2013
Poem: তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ
তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ...!!
আমি আমার থাকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস...!!
অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে...!
ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে...!!
.
.
.
কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যাই জলে...!
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!
কাল থাকে আর তর জন্য স্বপ্ন কিনবো না..!!
স্বপ্ন পোড়ার কষ্ট কত তুই বুজবি না...
আমাকে তুই ভুলে যাস , বাসিস নতুন বাসা
হারিয়ে গেলে বুজবি রে তুই আমার ভালোবাসা..
.
.
সুখে থাকিস ভাল থাকিস জানিয়ে দিলাম টাটা..!!
তবু তোর জন্য অপেক্ষা আর ঘরে ফেরার আশা..!!
আমি আমার থাকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস...!!
অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে...!
ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে...!!
.
.
.
কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যাই জলে...!
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!
কাল থাকে আর তর জন্য স্বপ্ন কিনবো না..!!
স্বপ্ন পোড়ার কষ্ট কত তুই বুজবি না...
আমাকে তুই ভুলে যাস , বাসিস নতুন বাসা
হারিয়ে গেলে বুজবি রে তুই আমার ভালোবাসা..
.
.
সুখে থাকিস ভাল থাকিস জানিয়ে দিলাম টাটা..!!
তবু তোর জন্য অপেক্ষা আর ঘরে ফেরার আশা..!!
Poem: তোর জন্য আমি আর কাঁদিনা
তোর জন্য আমি আর কাঁদিনা...
কাঁদলেও চোখের পানি ঝরেনা...
পানি ঝরলেও কষ্ট পাইনা...
কষ্ট পেলেও তোকে আর ভালোবাসিনা...
ভালোবাসলেও আর তোকে বলবোনা...
জানি বললেও তুই শুনবিনা...
শুনলেও তোর কিছু আসে যায়না...
আমি যে আজ নিঃস্ব,একা,ছন্ন ছাড়া..........
কাঁদলেও চোখের পানি ঝরেনা...
পানি ঝরলেও কষ্ট পাইনা...
কষ্ট পেলেও তোকে আর ভালোবাসিনা...
ভালোবাসলেও আর তোকে বলবোনা...
জানি বললেও তুই শুনবিনা...
শুনলেও তোর কিছু আসে যায়না...
আমি যে আজ নিঃস্ব,একা,ছন্ন ছাড়া..........
Subscribe to:
Posts (Atom)