Tuesday, 22 January 2013

Poem: তোর জন্য আমি আর কাঁদিনা

তোর জন্য আমি আর কাঁদিনা...
কাঁদলেও চোখের পানি ঝরেনা...
পানি ঝরলেও কষ্ট পাইনা...
কষ্ট পেলেও তোকে আর ভালোবাসিনা...
ভালোবাসলেও আর তোকে বলবোনা...
জানি বললেও তুই শুনবিনা...
শুনলেও তোর কিছু আসে যায়না...
আমি যে আজ নিঃস্ব,একা,ছন্ন ছাড়া..........

No comments:

Post a Comment