Tuesday, 22 January 2013

Poem: তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ

তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ...!!
আমি আমার থাকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস...!!

অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে...!
ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে...!!
.
.
.
কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যাই জলে...!
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!

কাল থাকে আর তর জন্য স্বপ্ন কিনবো না..!!
স্বপ্ন পোড়ার কষ্ট কত তুই বুজবি না...

আমাকে তুই ভুলে যাস , বাসিস নতুন বাসা
হারিয়ে গেলে বুজবি রে তুই আমার ভালোবাসা..
.
.
সুখে থাকিস ভাল থাকিস জানিয়ে দিলাম টাটা..!!
তবু তোর জন্য অপেক্ষা আর ঘরে ফেরার আশা..!!

Poem: তোর জন্য আমি আর কাঁদিনা

তোর জন্য আমি আর কাঁদিনা...
কাঁদলেও চোখের পানি ঝরেনা...
পানি ঝরলেও কষ্ট পাইনা...
কষ্ট পেলেও তোকে আর ভালোবাসিনা...
ভালোবাসলেও আর তোকে বলবোনা...
জানি বললেও তুই শুনবিনা...
শুনলেও তোর কিছু আসে যায়না...
আমি যে আজ নিঃস্ব,একা,ছন্ন ছাড়া..........