Thursday, 11 December 2014

Bangla Song Lyrics: তোমার ঐ মনটাকে (Tomar Oi Montake) - পার্থ বড়ুয়া

শিল্পীঃ পার্থ বড়ুয়া
কথাঃ সকাল
সুরঃ বাসু
--------------------------------

তোমার ঐ মনটাকে একটা 
ধূলোমাখা পথ করে দাও, আমি পথিক হবো।

ভালবাসার কিছু পদধূলি।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব, আমি পথিক হবো।।

সকালের সোনা সোনা রোদ 
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে।

আমার দু'চোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খুজে পাবে

ভালবাসার কিছু পদধূলি।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব, আমি পথিক হবো।।

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে।

আমার ক্লান্ত পায়ে মুখরা লগ্নগুলো 
নীরবে মুখ লুকাবে

ভালবাসার কিছু পদধূলি।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব, আমি পথিক হবো।।

No comments:

Post a Comment