Friday, 23 October 2015
Song: বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালবাসি
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারই কাছে ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব
যতনে তা লিখেছিলাম
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
তুমি তুমি তুমি শুধু এ মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালবাসি
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারই কাছে ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এ মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে
Wednesday, 13 May 2015
Poem: আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
Monday, 12 January 2015
Song: তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি.
সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি...
তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি...
আরো দিলাম রোদ্রু ধোয়া সবুজ ছোয়া পাতার বাসি...
মুখে বললাম না বললাম না ভালোবাসি....
সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি...
হারাবো হৃদয় টানে ভালোবাসার একটু মানে...
ইচ্ছে করছে দু জন মিলেই খুজি...
আবেগি মেঘের ভেতর পৃথিবীর সব আদর....
তুমি হবে আমার ভেবে দু চোখ উজি...
প্রজাপতি হৃদয়টা এ আমাকে নে এযে কি হল আমার কোথায়
আমি ভাসি
তোমাকেই তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি...
আরো দিলাম রোদ্রু ধোয়া সবুজ ছোয়া পাতার বাসি...
মুখে বললাম না বললাম না ভালোবাসি....
সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি...
হারাবো হৃদয় টানে ভালোবাসার একটু মানে...
ইচ্ছে করছে দু জন মিলেই খুজি...
আবেগি মেঘের ভেতর পৃথিবীর সব আদর....
তুমি হবে আমার ভেবে দু চোখ উজি...
প্রজাপতি হৃদয়টা এ আমাকে নে এযে কি হল আমার কোথায়
আমি ভাসি
তোমাকেই তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি
Subscribe to:
Posts (Atom)