Friday, 23 October 2015
Song: বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালবাসি
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারই কাছে ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এই মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব
যতনে তা লিখেছিলাম
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
তুমি তুমি তুমি শুধু এ মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি আবেগী খুনসুটি
সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয়না হৃদয়
কতটা তোমায় ভালবাসি
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারই কাছে ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এ মনের আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেমহীনা
কখনো বাঁচে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment