Poem and Music (গান আর কবিতা )
Friday, 16 September 2011
Kobita: রাখ তোর কবিতা
রাখ তোর কবিতা ,
তুই হবি রাম , আমি হব সীতা;
এদিকে শোন, আমার কথায় মন দে ,
দিনের শেষে যখন নামবে সন্ধে;
তখন আসবি, খড়ের গাদার পাশে,
বুঝিয়ে দেব দাদা-বউদি কেমনে ভালবাসে ।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment