Friday, 23 November 2012

Poem: Do not stand at my grave and weep

Do not stand at my grave and weep,
I am not there; I do not sleep.
I am a thousand winds that blow,
I am the diamond glints on snow,
I am the sun on ripened grain,
I am the gentle autumn rain.
When you awaken in the morning’s hush
I am the swift uplifting rush
Of quiet birds in circling flight.
I am the soft star-shine at night.
Do not stand at my grave and cry,
I am not there; I did not die.

Monday, 12 November 2012

Poem: শুধু একবার আদিত্য অনীক

যখন নিষ্পত্র সমান্তরাল ঠোঁট লজ্জার ঘষা খেয়ে লাল হয়ে ওঠে
উচ্ছে জাংলার ছায়ার নীচে ঘরবাঁধা খেলা একাএকা মাথা কুটে;
খোলাচুল আর কিশোরী হাসি যখন বিকেলের বৃষ্টিতে অগোছালো
তখন কাছে যাওয়া বড্ড বেশী হবে , দুরে দাঁড়িয়ে থাকাই ভালো৷
পুরনো স্মৃতি মন খারাপের উপাদান হয়ে বুকের গহনে নড়ে
আদিগন্ত ভুল করা মন অহেতুক জিজ্ঞাসায় মাথা কুটে মরে৷
আমার একহাত সুখ, দুই হাত ভালবাসা
বুকের মধ্যে পুষে রাখি আশা ৷ তোমার জন্য,
শুধু তোমার জন্য ঘাসফুলে ভরে গেছে একাকী অরণ্য৷
শুধু একবার ছোঁব ঐ চুল চিবুক, তারপর মরে যাবো-
মরে গিয়ে ঝিনুক হব সৈকতের বারবার
তোমার কুড়িয়ে পাবার ৷

Monday, 5 November 2012

Poem: সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনাঃ
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে , ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূর – আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়ো নাকো আর।
কী কথা তাহার সাথে? -তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মত তুমি আজ:
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাস:
বাতাসের ওপারে বাতাস
-আকাশের ওপারে আকাশ।
— জীবনানন্দ দাশ

Tuesday, 31 July 2012

Poem: আজ গানের তালে হৃদয় দোলে


আজ গানের তালে হৃদয় দোলে
মিঠে বাতাস যায়রে বয়ে
হলুদ ধানের দোদুল দোলায়
পিয়াসী মন দোলে
ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।।
ঐ কোকিলাটার কুহু কুহু
কার লাগিগো বাজে
এই কালো মেয়ের এমন দিনে
মন লাগে না কাজে
ঐ দুরে কোথাও রাখাল বাঁশি
পাগল হাওয়ায় ভাসে
ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।।
নাক সেজেছে নাক ছাবিতে
কান সেজেছে দুলে
কালো কপালে কুমকুম আর
খোপার বাঁধন চুলে
পশ্চিম কোনে সূর্যি ডোবে
আন্ধারে মন কাঁদে
ওলো সুজন আমার ঘরে তবু আইলো না
এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না
———————–
অঞ্জন দত্ত, নিমা রহমান
‘গানে গানে ভালোবাসা’

Friday, 13 July 2012

Poem: যদি একবার দেখি তোমারে



যদি একবার দেখি তোমারে
সে চোখে আর দেখবে কারে
চোখের নাই কোন ধর্ম
নষ্ট করে আমারে
এই চোখ দুটো রাখব না
বেচে দেবো বাজারে ।

তোমায় পাওয়ার পরে
খুজব কারে মানুষের ভীড়ে
ভাল যদি হয় রে কপাল
কাটবে দিন চুপিসারে

তোমায় দেখার পরে
চোখ রাখব কি কারনে
হ্রদয় দিয়ে দেখবো চিরকাল
চোখের ধার কে ধারে
চোখের নাই কোন ধর্ম
নষ্ট করে আমারে
এই চোখ দুটো রাখব না
বেচে দেবো বাজারে ।
 

Poem: কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে

কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
courtesy:
শুধু তোমার জন্য-নির্মলেন্দু গুণ

Monday, 2 July 2012

Poem: lokkhi shona chader kona


lokkhi shona chader kona 
haatti tomar dhorte mana 
monta tomar dhorte gele 
achol diye aral fele 
dow dheke dow sobta duyar 
ekul okul epar opar 
lokkhi sona chader kona 
haatti keno dhorte mana || 

chader kona sojol chokhe 
e chokh jokhon chokhti rakhe 
chokh shorite chader kona 
eak lohomay hoy ochena || 

bolte ekhon aar pari na 
chader kona amar kina 
lokkhi shona chader kona 
ei chokhe ki chokh pore na || 

chader konar reshom chule 
ekti paata porle bhule 
shei patati shoriye nite 
haatti amar bariye dite 
mukh firiye chader kona 
bujhiye dile, dhorte mana 
lokkhi shona chader kona 
khub ochena khub ochena || 

Wednesday, 30 May 2012

Poem: তোমাকে আমি যখন পাবার স্বপ্ন দেখিছিলাম


তোমাকে আমি যখন পাবার স্বপ্ন দেখিছিলাম...
আমার স্বপ্ন গুলো হয়ে গেল ফেরারি...
তুমি যখন আমার প্রয়োজন বোধ করেছ আমি তখন দুরের আকাশে রাত বেলার সঙ্গী....
আলো হবার আগেই আমি তোমার কাছে থেকে দূরে সরে যাবো...
আসুক তোমার জীবনে নতুন মানুষ...
আমাকে তুমি আর মনে রেখো না...
সুখে থাক ভালো থাক...
আমি মনে করব আমার হাতের রেখায় তুমি নেই...
হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না...
পরিশেষে তোমাকে বলতে চাই ধন্যবাদ আমার হৃদয় ভাঙ্গার জন্য...!!!!
 

Poem: সম্পর্কের শুরুতে অনেকেই আমারা

সম্পর্কের শুরুতে অনেকেই আমারা
ভালবাসা নিয়ে খেলা করি

কিন্তু

যখন আমরা সিরিয়াস হই তখন 
ভালবাসা আমাদের নিয়ে খেলা শুরু করে 

Poem: জীবন যেখানে যেমন


জীবন যেখানে যেমন
স্বপ্ন ভাঙ্গে,
কিন্তু মন ভাঙ্গে না।
মানুষ হারায়,
কিন্তু ভালবাসা হারায় না।
উত্থান পতন ঘটে,
কিন্তু জীবন থেমে যায় না।

যখন তুমি ছিলেন না, তখনও আমি ছিলাম,
তুমি এসে চলে গেছ,এখনও আমি আছি।
তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না,
তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও হবে না।

জীবন যেখানে রেখেছে যেমন,
আমিও সেখানেই আছি তেমন।
জীবন যেখানে রাখবে যেমন,
আমিও থাকব সেখানে তেমন।

জীবন তার নিজস্ব গতিতে চলে,
বেঁচে আছি,বেঁচে থাকতে হয় বলে।
 

Monday, 12 March 2012

Poem: নীল জোছনায় হাটবো দু'জন

নীল জোছনায় হাটবো দু'জন,
গায়ের মেঠো পথে......
জোনাক গুলো আলো জ্বেলে, 
চলবে মোদের সাথে......
আলোয় আলোয় ভুবন মোদের,
সাঁজবে নতুন সাঁজে......
তুমি আমি বিলিন হবো,
দু'জন দু'জনার মাঝে......

Monday, 5 March 2012

Poem: যদি ভুল করে ভুলে যাওয়া যেত

যদি ভুল করে ভুলে যাওয়া যেত !!
তবে ভুলে যেতাম তোমায় ।।
যদি অভিমান করে দূরে যাওয়া যেত !!
তবে ছেড়ে যেতাম তোমায় ।।
যদি ইচ্ছের জোড়ে ঘৃনা করা যেত !!
তবে ঘৃনা করতাম তোমায় ।।
যদি চোখের জলে সব দুঃখ ধূয়ে যেত !!
তবে সাগর সৃষ্টি করতাম ।।
ইশঃ যদি একটু কাছে আসা যেত !!
তবে ভালবাসতে বাসতে কাছে আসতাম ।।