আমার ভালবাসা:
জীবন যখন ছন্দ হারায় তোমাকে নিয়ে আমি গল্প বুনি
জীবন যখন রং হারায় তোমাকে নিয়ে আমি আল্পনা আকি
অলস সময়ে তোমার চোখে চোখ রেখে সপ্ন গড়ি
তুমি ভালো না ভাসলে অবুজ মনে তোমাকে কতনা শাসন করি
ভালবাসার পিয়াস মিটাতে ছাদের উপর চাঁদের আলোয় তোমাকে চুমে দেই
যৌবনের ঝরে বাতাসে তোমার গায়ের গন্ধ খুজি
একাকী জীবনে আমি শতবার তোমাকে জড়িয়ে ধরি
নির্জনে নিরবে তোমার কোলে মাথা রাখি
No comments:
Post a Comment