Friday, 23 September 2011

Kobita: Nilpori

নীলপরী তোর তনুমনে কিসের এত জ্বালা?

প্রেম দিবি কি তাই বলে তুই গাথিস্ ফুলের মালা?

ফুলের মালা শুঁকিয়ে গেলে, যায় ঝরে ঝরে যায় ফুল!

ভুলের পরে ভুল করি তাই ... ভুলের পরে ভুল!

No comments:

Post a Comment