যদি দিতেই চাও তবে একমুঠো স্বপ্ন দিও
চোখ বুঝলেই আছড়েই পড়বে আমার চোখের পাতায়
যদি দিতেই চাও তবে একগুছা গোলাপ দিও
কাটার আঘাতে বুঝবো আমি জেগেই আছি
যদি দিতেই চাও তবে এক টুকরো মেঘ দিও
কষ্ট হলেই মেঘটা আমার হয়ে বৃষ্টি নামাবে
যদি দিতেই চাও তবে রংধনুটা দিও
সাতটা রঙ ছড়িয়ে দিবে আমার মনে অব্যক্ত বেদনা গুলো
যদি দিতেই চাও তবে রাত জাগা চাদঁটা দিও
ইচ্ছে হলেই চাদঁটা আমার হয়ে আলো দেখাবে
যদি দিতেই চাও তোমার হাসিটা একটা ফ্রেমে বেধেঁ দিও
তাতেই আমি ভুলে যাবো আমার না পাওয়া গুলোকে.....
No comments:
Post a Comment