নিংস ছিলে তুমি সপ্ন আমার
কাছে পাবোনা জানি আমি তোমাকে
তোমারি ছবি মনে তুমি কাছে নেই
অন্যের হয়ে গেলে খুব সহজেই
কেন থাকলেনা আমার হয়ে
দিশেহারা হয়ে পরে আছি তবু
পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু
চলে গেলে কেন একা ফেলে আমাকে
তোমার অবুজ মন বুজেনি তখন
হইতো পারিনি হতে তোমারি মতন
রিধয় মাঝে সৃতি চিন্হ রেখে
প্রেমের সমাধি মনে গেলে যে একে
আমি ভুলবনা তোমাকে
No comments:
Post a Comment